Posts

কবিতা

গীতি কবিতা ০০৯৪: কেন তুমি বোঝনা

November 9, 2024

তারিক হোসেন

67
View

      কেন তুমি বোঝনা

কেন তুমি বোঝনা, আমার মনের বেদনা; 
কি চাই আমি তোমার কাছে, কি আমি চাইনা।২
কি আমার ইচ্ছা করে, কি ইচ্ছা করে না; 
কি আমার ভালো লাগে, কি ভালো লাগে না।২ঐ

আমিতো চেয়েছি একটু ভালোবাসা;
ভালোবেসে শুধু একটু কাছে আসা।২
সময়ে অসময়ে শুধু নাম ধরে ডাকা;
কেন তুমি আসো না, নাম ধরে ডাক না?২ঐ

আমি তো চেয়েছি, একটু পাশাপাশি চলা; 
বিশ্বাসে ভালোবাসায়, মনের কথা বলা।২
যখন তখন একটু ফোনে কথা বলা;
কেন তুমি পাশাপাশি চলো না, মনের কথা বলো না।২ঐ

আমিতো চেয়েছি সকালের শুভ্রতায়, তোমাকে একটু দেখি; 
সারাদিনের জন্য তোমার ছবি বুকে একে রাখি।২
মনের তৃষ্ণার জন্য কাছাকাছি তোমায় রাখি;
তুমি কেন আসো না, একটু দেখা দাও না।২ঐ

Comments

    Please login to post comment. Login