Posts

কবিতা

গীতি কবিতা ০০৯৫: বহুবার পৃথিবীতে আসো

November 9, 2024

তারিক হোসেন

73
View

     বহুবার পৃথিবীতে আসো

তুমি একবার নয়  দুইবার নয় বহুবার পৃথিবীতে আসো;
একবার নয়  দুইবার নয় প্রতিবার আমাকেই ভালোবাস।২
আমি প্রতিবার তোমাকেই খুঁজে নিব জীবনে;
সুখে দুখে পাশে রব, ভালোবেসে দুজনে।২ঐ

আমি প্রতিবার খুঁজে নিব শুধু তোমারে;
তুমি প্রতিবার খুঁজে নিও শুধু আমারে।২
ভালোবেসে শুধু ভালবেসে তোমারে;
দু'জনেই খুঁজে নিব শুধু দুজনারে।২ঐ

আমি খুঁজে নেব, মরুভূমির তপ্ত বালুর মাঝে;
অন্ধকার অমাবস্যার রাতে, থাকো যেই সাজে।২
আমি খুজে নেব, পৃথিবীর সব কোণ থেকে; 
তোমার ললাটে ভালবাসার চুম্বন আঁকা দেখে।২ঐ

যদি পৃথিবী পুরোপুরি বদলে যায়;
যদি সব আলো নিভে ও যায়।২
আমি তোমাকেই জনম জনম ধরে;
ভালোবেসে খুঁজে নিব আপন করে।২ঐ

Comments

    Please login to post comment. Login