Posts

কবিতা

গীতি কবিতা ০০৯৬: তোমাকেই দেখে দেখে

November 10, 2024

তারিক হোসেন

      তোমাকেই দেখে দেখে

আসো সখি তাকিয়ে থাকি, চোখে চোখ রেখে;
হাজার বছর কেটে যায় যেন, তোমাকেই দেখে দেখে।২
পৃথিবী বুকে আমি, দেখেছি কত না কিছু;
তোমার মত অপরুপ সুন্দর, পাইনি আমি কিছু।২ঐ

চোখ যে আমার জুড়িয়ে যায়, দেখিলে তোমার মুখ;
তোমার ঐ সুন্দর মুখে খুঁজে পাই, পৃথিবীর সব সুখ।২
তোমার মুখের হাসি সখি, আমার বুকে রেখে;
কেটেছে আমার দিবস ও রজনী, শুধুই দেখে দেখে।২ঐ

তোমার চোখের মাঝে আমি, সুখের সাগর দেখি;
সেই সাগরে আমি আমার, প্রাণ ধরে রাখি।২
তোমার কালো কেশ রাশি, মেঘের দিশা আঁকে;
যখন তখন মনের মাঝে, সুখের ছোঁয়া মাখে।২ঐ

তোমার প্রেমে ব্যাকুল হয়ে, আকুল হয়ে সখি;
আমি আমার সুখের ভার, তোমার কাছে রাখি।২
তোমার মনের মাঝে আমি, আমার মন রেখে;
কাটাব আমি সুখের রজনী, মনের মিলন দেখে।২ঐ

Comments

    Please login to post comment. Login