পোস্টস

কবিতা

অধর্ম কেন? (প্রিমিয়াম)

১০ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

অধর্ম কেনো?
"""""""""""""""""""""""""""""
লিংকন

ধর্মই যদি না থাকে আজ,
তবে মানবতা কোথায় খুঁজি?
ধর্মকে বাদ দিয়ে মোরা যেনো,
হয়েছি বিরাণ ভূমি।

তাইতো ধর্মহীন রাজনীতিতে
কল্যানের চেয়ে আজ,
অকল্যানই দেখি বেশি।

যুগেযুগে ধর্ম এসেছে
মানবজাতির কাছে,
মানুষকে সৎ পথ আর
কল্যান দেখাবে বলে।

কোন ধর্মই মানে না জানি,
হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি,
অন্য ধর্মের প্রতি অবজ্ঞা আর
বিদ্রূপের ছোড়াছুড়ি।

গোহত্যার নামে দেখি,
কিছু হিন্দুজনে,
মুসলমান মারে মহাসুখে
অট্টহাসি হেসে।

মুসলমান মোরাও মারছি ওদের
পুড়ছি ঘরবাড়ি,
মোদের ধর্মে আঘাত দিয়েছে বলে,
মোরা হিংস্রতায় মাতি।

ধর্ম মোদের নয়তো কারো,
ঠুনকো মাটির হাড়ি,
অন্যের বিদ্রূপে কি তবে
ধর্ম যাবে চলি?

তবুও কেনো মোরা রে ভাই
প্রতিহিংসায় মাতি,
কেনো এসব হচ্ছে আজ,
একটুখানি ভাবি।

দেখেছো কি? ধর্মের নামে,
ধর্মেরই অপব্যাখ্যা দিয়ে,
মানুষ নামের কিছু অমানুষ
আজ ধর্ম ব্যবসায় নামে।

এদের কাছে মানবতা আর
মানুষ নয়তো দামি,
ক্ষমতা আর অর্থ লিপ্সা যেনো,
সবার থেকে বেশি।

আমরা কি ভাই পারিনা আজ
সকল ধর্মের লোকে,
মানবতা আর নিজ ধর্ম দিয়ে,
অশান্ত পৃথিবীতে শান্তি আর
সুখের আবাস একটা গড়তে?

মানবতাই যদি না থাকে আজ
ধর্ম তবে কিসে?
ধর্ম আছে বলেই তো আজও
মানুষ আছে টিকে।
১১/১১/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।