পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৯৭: স্বপ্নগুলি ভাংলো ঝড়ে

১০ নভেম্বর ২০২৪

তারিক হোসেন

    স্বপ্নগুলি ভাংলো ঝড়ে

যে রাতে মোর স্বপ্নগুলি ভাংলো ঝড়ে;২
তুমি চলে গেলে, অন্যের হাত ধরে।
স্বপ্নগুলি ভাংলো ঝড়ে।২ঐ

আমি বারান্দাতে বসে বসে, দুঃখের হিসাব করি;
হিসাব আমার মিলে না যে, শুধুই ভুলে পরি।২
তুমি সেদিন মনের সুখে যাচছ বহু দূরে;
আমার হতে হাতটি ছেড়ে অন্যের হাত ধরে।২ঐ

সে রাতে মোর ভাবনা গুলি, গিয়েছে সব মরে;
আমার প্রেমের ফুল গুলি, গিয়েছে সব ঝরে।২
আমার চোখের তারায় আজ, কিসের ছায়া পরে;
আমি তোমায় পাই না খুঁজে, গভীর অন্ধকারে।২ঐ

সে রাতে মোর সুখ দুঃখ, গিয়েছে আমায় ছেড়ে;
আমার চোখের সকল জল, গিয়াছে সব উড়ে।২
আমিই শুধু ভাবনা হীন, আছি একা পড়ে;
তোমার হতে দূরে, বহু নক্ষত্র পরে।২ঐ