Posts

কবিতা

গীতি কবিতা ০০৯৮: ভুল করে ভুলে যাই কোন দিন

November 10, 2024

তারিক হোসেন

  ভুল করে ভুলে যাই কোন দিন

যদি ভুল করে তোমায়, ভুলে যাই কোন দিন;
সেই দিনই হবে আমার, জীবনের শেষ দিন।২
তোমায় ছাড়া পারবো না লিখতে, কবিতা ও গান;
তুমি হীনা দিন হবে আমার, জীবনের শেষ দিন।২ঐ

আমি তোমার হাত ধরে পাই, জীবনের উষ্ণতা; 
তোমারি সনে গড়েছি আমি, আমার মনের সখ্যতা।২
তুমি এসেছ মায়ায় বেঁধেছো, আমার কবি মন; 
দিনে দিনে একটু একটু করে, করেছ আপন।২ঐ

আমি যুগে যুগে তোমার ললাটে, পড়াবো চুম্বন টিপ; 
তুমি ধরে রেখো আমায়, জ্বালিয়ে রেখো মঙ্গল দ্বীপ।২
আমি তোমার হাত, ছাড়বো না কোন দিন; 
আসে আসুক যত দুঃখ বেদনার দিন।২ঐ

আমি তোমার পানে চেয়ে চেয়ে, কাটাবো আমার দিন; 
তোমারি ভালোবাসা তোমারি প্রেরণায়, আমার কথা হয় গান।২
আমি সবাইকে জানিয়ে দেবো, তুমি আমার কবিতার প্রাণ; 
তোমাকেই ভেবে ভেবে লিখি আমি আমার সকল গান।২ঐ

Comments

    Please login to post comment. Login