Posts

নন ফিকশন

যতক্ষণ তুমি সুন্দর

May 13, 2024

সাঈদ শ'

Original Author আর্তুর র‍্যাঁবো

Translated by সাঈদ শ'

আমি কিছু ফুল তোমারে পাঠাইতেছি; যেগুলা আমি
এইমাত্র হাতে তুলে নিলাম, যখন তারা ফুটতেছিলো 
এই তাদের যদি আজকে সন্ধ্যায় তুলে না নেওয়া হইতো
দিন পরেই যাচ্ছেতাই ভাবে পড়ে থাকতো মাটিতে 

এইটারে একটা এক্সাম্পল হিশাবে নাও, যা সতেজ 
তোমার যে সৌন্দর্য, আর তার সমস্ত পাপড়িসৌরভ 
ঝরে যাবে, এক নিমেষেই, ক্রমশ নষ্ট হবে
ঝরাফুলের মতো যাদের কোথাও যাবে না পাওয়া 

সময় চলে যায় বধু, সময় যায় পাশকাটায়ে 
আরে, এইটা সময় না বরং আমরাই ফুরায়ে যাই
আর কত দ্রুত আমরা কবরের নিচে যাইতে থাকি

সেই কবরের নিচে আর কোনোকিছু নাই, হায়
যেইসব বাসনায় আজ পূর্ণ হয়ে আছি রাতদিনভর

ফলে আমারে ভালোবাসো, যতক্ষণ তুমি সতেজ; সুন্দর

Comments

    Please login to post comment. Login