Posts

কবিতা

গীতি কবিতা ০১০১: অল্প অল্প করে

November 10, 2024

তারিক হোসেন

          অল্প অল্প করে

অল্প অল্প করে, আমার মনের ঘরে, ঢুকে পড়েছ তুমি;
তোমার প্রেমে পাগল হয়েছি, ভালোবেসেছি আমি।২

আমার মনে রং মাখাও, তোমার সকল কাজে; 
তুমি আপন হতে বাজাও বীনা, আমার বুকের মাঝে।২
তুমি স্বপ্ন রোদে সোনা ছড়াও, মুক্তা ছড়াও হেঁসে;
আমায় তুমি পাগল কর, পাগল কর, শুধু ভালোবেসে।২ঐ

আমার জীবন বদলে দিয়েছো, বদলে দিয়েছো মন;
আমায় তুমি বুঝিয়ে দিয়েছো, গড়তে হবে জীবন।২
এখন আমি সকল কাজে, তোমারি প্রেরণা পাই; 
তুমি ছাড়া এমন আপন, এই জগতে নাই।২ঐ

আমার সকল সুখের স্বপ্নে, রং মাখাও তুমি; 
তোমার মুখে চেয়ে চেয়ে, স্বপ্ন বুনি আমি।২
তুমি আমায় বুঝিয়ে দিয়েছো, জীবনটা কত দামি; 
তোমার প্রেণায় গড়ছি এখন, আমার জীবন আমি।২ঐ

Comments

    Please login to post comment. Login