Posts

কবিতা

গীতি কবিতা ০১০২: তোমায় যদি না পাই

November 11, 2024

তারিক হোসেন

43
View

     তোমায় যদি না পাই

এ জীবনে তোমায় আমি যদি না পাই; 
আমার মনে সুখের দেখা কেমন করে পাই। ২
আমি কোথায় গেলে এমন সোনার মুখ খানা পাই; 
আমি সকল কিছু করতে পারি তোমায় যদি পাই।২ঐ

আমি সাগর কোলে ঢেউয়ের মাঝে তোমায় খুজে পাই;
গোলাপ ফুলের পাপড়ির মাঝে তোমার ছোঁয়া পাই। ২
আমি মনের মাঝে আয়না ঘরে ২
তোমায় দেখতে পাই।ঐ

আমি ঝিরিঝিরি বাতাসে, তোমার কন্ঠ খুঁজে পাই; 
সকালবেলা কমল রোদে, তোমার চুলের ছোঁয়া পাই।
আমি বুকের মাঝে হৃদয় ভরে, ২
তোমায় দেখতে পাই। ঐ

Comments

    Please login to post comment. Login