দুজন স্বামী-স্ত্রী, নবদম্পতি মনে হয়। স্বামী গরিব পরিবারের, তার কিছু বদ অভ্যাস আছে। অশিক্ষিত না হলেও অর্ধশিক্ষিত হবে মনে হয়। নতুন বিয়ের পর চাকরির টানে শহরের কোনো এক গলির ধারে ছোট্ট বাসায় তাদের বসবাস। টুনাটুনির সংসার, প্রথমে ভালোই কাটছিলো। স্বামী ছোট্ট একটা চাকরি করে মনে হয়। প্রতিদিন সকালে যায়, রাতে আসে। মাঝে মাঝে একটু ঝগড়া তো হয়ই দম্পতিদের মাঝে। হঠাৎ কয়েকদিন যেতে না যেতে, স্বামীর রাত করে বাসায় ফেরা, ছোটোখাটো কথায় রাগ। যে টাকা আয় তাতে মনে হয় সংসার চলে না, অভাব মেটে না। ঝগড়া লেগেই থাকছে, তর্কাতর্কি, হতে হতে বউ মারা, নির্যাতন, হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন। সম্ভবত যৌতুকের জন্য চাপ দেয়া। কোথায় পাবে যৌতুক? মেয়ের বাবা অন্যের বাড়িতে কাজ করে, পেটও চলে না।