Posts

কবিতা

গীতি কবিতা ০১০৩: স্বপ্নে পাওয়া অমূল্য ধন

November 11, 2024

তারিক হোসেন

   স্বপ্নে পাওয়া অমূল্য ধন

তুমি আমার স্বপ্নে পাওয়া মানিক রতন;
কত সাধনায় পেয়েছি আমি তোমার মন।
তুমি আমার হয়েছ আপন, করেছ আমায় আপন;
আমি ভালোবাসা দিয়ে ভরাব তোমার জীবন।

যারে আমি চেয়েছি, তারে আমি পেয়েছি; 
আছি আমি তার খুব কাছাকাছি। 
নিঃশ্বাসে বিশ্বাসে হয়েছি খুব আপন; 
সেই তো আমার প্রেম আমার সাধের জীবন।

তুমি আমার চোখের মনি নয়নের বাহিরে;
মন তোমায় দেখিতে পারে মনের অনুভবে।
তুমি আছো আমার অন্তর জুড়ে; 
আমার চিন্তা চেতনা ভালোবাসা ভরে।

আমার মনের ঘরে তোমার বসবাস;
তোমায় দিয়ে মেটাব আমার সকল আশ। 
তুমি আমার কত যে প্রিয় কত আপন;
তোমার সাথে বেঁধেছি আমি আমার জীবন।

Comments

    Please login to post comment. Login