আমায় জিরোতে বলো না তুমি,
বলো না জীবন থেকে অবসর নিতে!
হয়তো চামড়া ঢিলে হয়ে গেছে,
হয়তো হাটুতেও জোর গেছে কমে,
হাতে কাঁপুনি ধরে ভারী কিছু বহনে,
চোখের পাওয়ার গেছে কমে,
যদিও পড়ি মোটা লেন্সের চশমা।
কেশ পেকে হয়েছে ধবধবে সাদা,
হোক না তা হেনা আমলা রঞ্জিত লাল।
হয়তো সহজেই কাবু হয়ে যাই
শীত-গ্রীষ্মের ঋতু বদলের পালায়।
তবুও আমি চলতে চাই,
পাড়ি দিতে চাই উত্তাল সাগর,
জয় করতে চাই হিমালয় এভারেস্ট,
হাতের মুঠোয় পেতে চাই আকাশ।
এখনও আমার রক্তে বহে উষ্ণ রক্তস্রোত,
পেশীতে বাঁজে আমার জয়ের নেশা।
তুমি আমায় জিরোতে বলো না,
বলো না যেন আর
- ক্লান্তিতে নুয়ে পড়েছি আমি।