পোস্টস

কবিতা

পারিনি তোমার মতো হতে (প্রিমিয়াম)

১২ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

পারিনি তোমার মতো হতে
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
লিংকন

আমি তোমার দলে ভীরতে পারিনি,
তুমি অবাধ সঙ্গমে মেটাও দেহতৃষ্ণা,
কামুকতায় উজ্জ্বীবিত মন নিয়ে
প্রেমের খেলায় মাতো কুকুর কুকুরীর মতো।
আমার আছে লজ্জা ভয় মনুষত্ব
তাইতো তুমি আমায় ক্ষ্যাত বলো।

আমি তোমার দলে ভীরতে পারিনি,
ধর্মহীনতাই তোমার ধর্ম,
মানুষ থেকে তোমাকে করেছে পশুতুল্য।
ধর্মই আমায় দিয়েছে মনুষত্ব,
তাইতো তুমি আমায় ক্ষ্যাত বলো।

আমি তোমার দলে ভীরতে পারিনি,
অপসংস্কৃতি এখন তোমার সংস্কৃতি,
যার আভরণে থাকো তুমি,
অন্ধকার অশ্লীলতায় ডুবে।
পারিনা আমি তোমার মতো,
তাইতো তুমি আমায় ক্ষ্যাত বলো।

আমি তোমার দলে ভীরতে পারিনি,
নগ্ন আধুনিকতার শৃংখলে আজ,
নিজেকে নিয়েছো তুমি বেঁধে,
পারিনা আমি তোমার মতো,
তাইতো তুমি আমায় ক্ষ্যাত বলো।
১৩/১১/১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।