পোস্টস

কবিতা

যোগ বিয়োগ (প্রিমিয়াম)

১২ নভেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

যোগ- বিয়োগ
"""""""""""""""""""""""""""""""""""""
লিংকন

প্রথম যৌবনে ভালো লাগা,
আর ভালোবাসার আবেশে,
প্রকৃতির সবটুকু রঙ নিয়ে,
রাঙিয়েছিলাম আমায়,
তোমাতেই সমর্পণ করবো বলে।
যোগ-বিয়োগ কিংবা গুন-ভাগের
হিসেব করিনি তখন।

বন্ধুরা সময়ে অসময়ে বলতো আমায়,
"নিজের জন্য একটুখানি রাখিস,"
ভালোবাসার সবটুকু উজাড় করে দিস না।
আমি হাসতাম, ওরা ভালোবাসার কি বোঝে!
আমিতো দর-দাম করতে কিংবা
ভালোবাসা বিকোতে আসিনি।
আমি এসেছি ভালোবাসার স্বাদ নিতে।
নায়াগ্রা জলপ্রপাতের মতো হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজার করে দিতে।
তাইতো বিশ্বাসের কারাগার খুলে
মুক্ত মনে বেসেছিলাম ভালো।

তুমি এসেছিলে ঠিকই কিন্তু এসেছিলে,
লাভ-ক্ষতির হিসেব নিয়ে।
তাইতো বুঝতে পারনি আমার ভালোবাসা।
বুঝবেই বা কি করে বলো?
তুমিতো ছিলে ভালোবাসার খরিদদার।
সুসময়ের কোকিল হয়ে হৃদয়ে
অবিশ্বাসের তীক্ষ্ণ ছোঁড়া দিয়ে,
এফোড়ওফোড় করে দিলে আমায়।
রক্তক্ষরণ করে দিলে আমার
ভালোবাসার,আমার বিশ্বাসের।

তাইতো চারদেয়ালের মাঝে একা,
নিঃসঙ্গ ক্যাবিনটাতে বসে উত্তর খুঁজি,
সত্যিই কি যোগ-বিয়োগের ভুলছিলো আমার,
না কি আমার ভালোবাসার কমতি ছিলো?
উত্তর নেই, তবুও উত্তর খুঁজি আমি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।