Posts

কবিতা

গীতি কবিতা ০১০৪: তোমারে দেখার তৃষ্ণা মিটে না

November 12, 2024

তারিক হোসেন

92
View

তোমারে দেখার তৃষ্ণা মিটে না

তোমায় এত ভালো লাগে তাই ভালবাসি; 
কারনে অকারনে তোমার কাছে ছুটে আসি।২

তোমায় দেখিতে কত তৃষ্ণা, কি যে তৃষ্ণা লাগে; 
যত দেখি তৃষ্ণা মিটে না, বাড়ে শুধু বাড়ে।২
পথ পানে চেয়ে থাকি, ভাবি বারে বারে; 
কখন তোমায় দেখিতে পাবো, দু-নয়ন ভরে।২ঐ

তোমার কথা মর্মে মর্মে বাজে, নতুন নতুন সুরে;
তোমায় আপন করে, জনম জনম ধরে।২
তোমারে শুনিতে বাতাসে আমি, কান পেতে রই; 
কত কথা শুনিতে পাই, তোমার মধুর কন্ঠ কই।২ঐ

তুমি কি মনে করো, আমি জানি না, জানি না;
তোমার কোন বাধা, আমি মানি না, মানি না। ২
মন চায় তোমায়, আরো কাছে পাই, শুধু কাছে পাই;
রঙ্গে রঙ্গে খুনসুটিতে, জীবন রাঙ্গাই, সখি জীবন রাঙ্গাই।২ঐ

আমি কখনো চাই না, এ তৃষ্ণা আমার মিটে যাক।
তোমার প্রতি আমার প্রেম, শত জনম ধরে থাক।২
জনম জনম ধরে থাকিব আমি, অধীর আগ্রহ নিয়ে;
আমি বাসিবো ভালো দেখিবো স্বপ্ন, শুধু তোমায় নিয়ে।২ঐ

Comments

    Please login to post comment. Login