Posts

কবিতা

গীতি কবিতা ০১০৬: তুমি ঘুমাও সখি

November 12, 2024

তারিক হোসেন

50
View

   তুমি ঘুমাও সখি

তুমি ঘুমাও সখি, ঘুমাও সখি;
বুজে বুজে আঁখি, ঘুমাও সখি।২

নয়নে তোমার ক্লান্তি আছে, মনে আছে বিরহের ছাপ;
মনে তোমার বয়ে গেছে, কত না কঠিন চাপ।২
ঘুম তোমারে শান্তি দিবে, ক্লান্তি করিবে দূর।
নতুন করে শক্তি পাবে, জীবন হবে সুমধুর।২ঐ

তুমি ঘুমে আমি জেগে, তোমায় দেখে রাখি; 
কি নিষ্পাপ কি মায়াবী, তোমারে লেগেছে সখি।২
চেয়ে দেখি, বারবার চেয়ে দেখি, তোমার আঁখি;
কি যতনে, কত যতনে, আমি তোমায় ঘুমে রাখি।২ঐ

Comments

    Please login to post comment. Login