Posts

কবিতা

গীতি কবিতা ০১০৭: হারিয়ে গেছে আমার আকাশের চাঁদ

November 12, 2024

তারিক হোসেন

126
View

হারিয়ে গেছে আমার আকাশের চাঁদ

হারিয়ে গেছে আমার আকাশের, পূর্ণিমার ওই চাঁদ; 
আমি রাখিতে পারিনি ধরে, তার কোমল দুটি হাত।২

আমারে সে বেসেছিল ভালো, আমার মতো করে; 
কত স্বপ্ন দেখেছিল, চোখ দুটি তার ভরে।২
কত কথা বলেছিল, হাতে রেখে হাত;
তুমি আমার কত প্রিয়, পূর্ণিমার ওই চাঁদ।২ঐ

আমারে সে ভেবেছিল, সবার চেয়ে আপন; 
আমার কাছে সঁপেছিল, তার জীবন যৌবন।২
বলেছিল সুখে দুঃখে, পাশে রবে জীবন ভরে;
শত কষ্ট, শত বেদনায়, যাবে না সে দূরে।২ঐ

হারিয়ে গেছে, চলে গেছে, আমার থেকে দূরে; 
পারিনি আমি রাখিতে তারে, আমার আপন করে।২
স্বপ্ন আমার ভেঙ্গে গেছে, স্বপ্ন দেখার আগে;
আমি কাঁদি, শোকে ভাসি তার বিরহ রাগে।২ঐ

Comments

    Please login to post comment. Login