পোস্টস

কবিতা

নদীর তীরে শরৎ

১৩ নভেম্বর ২০২৪

MIZAN FARABI

মেঘের ভেলায় শরৎ আসে শাদা শাদা ফুল

বকের সারি উড়তে গিয়ে হারায় নদীর কূল

বিল পাথারে নদীর ধারে দুলছে কাশের মেয়ে

পরশ পেয়ে হারিয়ে যাই মাতাল একি চেয়ে।


নদীর ধারে রাত-আঁধারে চাঁদের মতন হাসি

উঠোন জুড়ে শেফালিরে বড্ড ভালোবাসি

সকালের ওই নরম আলো শিশির ভেজা মুখে

রূপের রাণী শরৎ আমার দুল খেয়ে যায় বুকে।


হিম বাতাসে মাঝির সুরে ভাটিয়ালি গানে—

নদীর তীরে শরৎ আমায় ভীষণ রকম টানে

নানান ফুলে মৌমাছিরা ছুটছে মাতাল ঘ্রাণে

মাতাল হাওয়া এলোমেলো শরৎ আসে প্রাণে।


নতুন প্রাণে শাদা মেঘ ওই কাশফুলে ঠিক ফোটে

তেপান্তরে ছেলেমেয়ে চতুর্দিকে ছোটে।

শরৎ আসে দিল আকাশে মেঘের ছোঁয়া বিলে

আবার চলো খেই হারিয়ে স্মৃতির 'বখশোখিলে'।