Posts

কবিতা

হেমন্তে

November 13, 2024

MIZAN FARABI

আজ কৃষকের মুখে হাসি

নবান্নেরই ধানে,

ছেলেমেয়ে ছুটছে মাঠে

আনন্দেরই বানে।

হেমন্তে এই সাজ ধরেছে

পাকা ধানের মাঠে,

হাসিমুখে জল-জমিতে

সোনালি ধান কাটে।

খুশির টানে চলছে গানে

ধান মাড়াইয়ের মেলা,

কৃষাণ-চাষি গ্রামে গ্রামে

নামায় সন্ধ্যা বেলা।

খুশির জোয়ার পাড়াজুড়ে

চিতই পিঠার ঘ্রাণে,

মাঠ ছেড়ে সব ফিরছে ঘরে

শীতের ছোঁয়া প্রাণে।

নবান্নে এই ভরলে গোলা

মুখখানা তার হাসির,

দিন বদলের স্বপ্ন দেখে

দিন কেটে যায় চাষির।

Comments

    Please login to post comment. Login