Posts

কবিতা

গীতি কবিতা ০১০৮: তুমি আমার আনন্দ

November 13, 2024

তারিক হোসেন

    তুমি আমার আনন্দ

তুমি আমার আনন্দ, তুমি আমার বেদনা; 
তোমাকে চাই, এ চাওয়া কভু শেষ হবে না।২

তোমায় হাসিতে চাই, তোমায় কান্নায় চাই; 
শীতের রাতে প্রেমের চাদরে তোমায় চাই।২
আমি চাই তুমি হও মোর প্রাণের চন্দনা; 
আমার গভীর প্রেমের মিষ্টি মধুর কল্পনা।২ঐ

তোমায় সুখেতে চাই, তোমায় দুঃখেতে চাই; 
গভীর রাতে চাঁদের আলোয় তোমায় চাই।২
আমি আঁকি মনে মনে, তোমার মুখে আলপনা;
তোমারে দেখার সাধ, কভু আমার মিটে না।২ঐ

তোমায় নিঃশ্বাসে চাই, তোমায় বিশ্বাসে চাই;
সকালের কোমল শুভ্রতায় তোমায় চাই।২
তুমি হও মোর কথা বলা সাধের ময়না;
তোমায় সাজিয়ে রাখিব দিয়ে চন্দ্র তারার গয়না।২ঐ

Comments

    Please login to post comment. Login