Posts

কবিতা

গীতি কবিতা ০১০৯: কি মিষ্টি হাসি

November 13, 2024

তারিক হোসেন

53
View

      কি মিষ্টি হাসি

কি মায়াবী রূপ, কি সৌন্দর্য, কি মিষ্টি হাসি,
দিয়েছে তোমায় বিধাতা;
হাজার বছর লিখেও হবেনা শেষ,
নিয়ে তোমায় লেখা।২

প্রতিদিন তোমায় দেখি, নতুন নতুন সাজে; 
প্রতিদিন তোমায় আমার, নতুন নতুন লাগে।২
তোমায় দেখে মুগ্ধ হই, নতুন নতুন ভাবে;
নতুন কোন কবিতা, আমার মনে জাগে।২ঐ

তোমার মুখের হাসি আমার, প্রেরণা যোগায় মনে; 
তোমার মুখের কথা আমার, বাজে কানে কানে।২
তোমায় ভেবে ভেবে, সুখ যে আমি পাই গো মনে;
অনুভূতি লিখে রাখি, নতুন নতুন গানে।২ঐ

Comments

    Please login to post comment. Login