Posts

কবিতা

গীতি কবিতা ০১১০: তুমি একটা ফুল

November 14, 2024

তারিক হোসেন

    তুমি একটা ফুল

তুমি, একটা ফুল, লাল গোলাপ ফুল। ২
গোলাপের চেয়েও সুন্দর, তোমার গালের টোল।ঐ

তুমি, ছন্দ ছড়াও, সুবাস ছড়াও;২
আনন্দ ছড়াও মনে।
তুমি, দুঃখের কালিমা ধুলায় উড়াও;২
প্রশান্তি আনো মনে।ঐ

তুমি, অন্ধ প্রেমের কন্দ ছেড়ে;২
আমায় নিয়েছো আপন করে।
তুমি, সুখের ধারা ছড়িয়ে দাও;২
কানায় কানায় ভরে।ঐ

তুমি, চোখের আলো চোখে ছড়াও;২
মনে জাগাও মায়া।
তুমি, আমার কর্মে জড়াও;২
ছড়াও তোমার ছায়া।ঐ

তুমি, সবার চেয়ে আপন হলে;২
মায়ায় বাধলে মোরে।
তুমি, চাঁদের আলোয় চাঁদের হাসি;২
আনলে আমার ঘরে।ঐ

Comments

    Please login to post comment. Login