চোখের মধ্যে আস্ত একটা বিকাল তোমার—
ফিরে যাচ্ছে কমলা রোদেরা,
যাবে?
তোমার ব্যালকনিতে
কার নাম মাখছে আঁধার?
অবেলায় তুমিও ঘামছো—অনিদ্রার চোখে?
দেখো,
কী সুন্দর বিকাল নামলো তোমার চোখে—
ভেজা পদ্মের মতো, ভাসছে প্রেমের সাফিনা
নীল নদে।
সম্বোধন ভুলে গেছি গো খোদা—
ঐ সুন্দরে, চোখের দীঘল সমুদ্রে।