Posts

কবিতা

গীতি কবিতা ০১১১: আগুন জ্বলছে ধিকি ধিকি

November 15, 2024

তারিক হোসেন

43
View

   আগুন জ্বলছে ধিকি ধিকি

আমার বুকে দুঃখের আগুন জ্বলছে ধিকি ধিকি;
আগুন নিয়ে তোমার পানে আমি চেয়ে থাকি।২

আমি দুঃখের চিতায় বসে বসে ফুলের হাসি হাসি;
ফুল যে আমায় বুঝলো নারে আমি কিসে ভাসি।২
আমি সকাল হলে বকুল তলে ফুলের মালা গাথি;
মালায় মালায় পাহাড় হল উড়ে গেল পাখি।২ঐ

Comments

    Please login to post comment. Login