Posts

কবিতা

গীতি কবিতা ০১১৩: ও সখি রে রে রে রে রে .....

November 16, 2024

তারিক হোসেন

41
View

ও সখি রে রে রে রে রে .....

ও সখিরে রে রে রে রে ........
কি করিলে তোমায় আমি পাই?
আমি ভেবে ভেবে, ভেবে মরি;
কূল কিনারা নাই।২
কি করিলে তোমায় আমি পাই?ঐ

ও সখিরে রে রে রে রে ........
কি করে যে তোমার কাছে যাই?
তোমার নাম ঠিকানা, ঘর বাড়ি;
কিছুই জানা নাই।২
কি করে যে তোমার কাছে যাই?ঐ

ও সখিরে রে রে রে রে ........
কোথায় আমি তোমার দেখা পাই?
আমি ঘাটে ঘাটে, হাটে মাঠে;
ঘুরিয়া ঘুরিয়া বেড়াই।২
কোথায় আমি তোমার দেখা পাই?ঐ

ও সখিরে রে রে রে রে ........
কোথায় আমি সুখের ছোঁয়া পাই? 
আমি দিনে দিনে, রাতে রাতে; 
তোমার পথে চাই?২
কোথায় আমি সুখের ছোঁয়া পাই?ঐ

Comments

    Please login to post comment. Login