Posts

কবিতা

গীতি কবিতা ০১১৪: লক্ষ তারার দেশে

November 16, 2024

তারিক হোসেন

     লক্ষ তারার দেশে

চলে গেছে আমার পাখি, লক্ষ তারার দেশে;
পাইনা তারে এখন আমি, নতুন কোন বেশে।২
তার বিরহে বসে বসে, চোখের জলে ভাসি;
মন আমার চায় দেখিতে, তার মুখের হাসি।২ঐ

আমি তারায় তারায় চেয়ে চেয়ে, তারে শুধু খুঁজি; 
পাইনা তারে দেখতে আমি, এখন পাবো বুঝি।২
ওই দূর আকাশের উজ্জ্বল তারা, আমায় দেখে হাসে;
যেমন করে আমার পাখি, আমায় ভালোবাসে।২ঐ

নয়নের আলোয় দেখিতে পাইনা, নয়নেই তার বাস; 
নয়ন বুজিলে দেখি তারে, নতুন নতুন সাজ।২
বসে বসে আমায় দেখে, মুচকি মুচকি হাসে; 
ধরতে গেলে উড়াল দেয়, লক্ষ তারার দেশে।২ঐ

স্বপ্নে সে আমার পাশে, থাকে শুধু বসে; 
কত কথা বলে আমায়, শুধু হেসে হেসে।২
স্বপ্ন ভেঙ্গে তারে খুঁজি, আমার চারি পাশে; 
পাইনা আমি তারে কভু, স্বপ্ন ছাড়া পাশে।২ঐ

Comments

    Please login to post comment. Login