Posts

কবিতা

গীতি কবিতা ০১১৫: নিশি রাতের চান্দের বাতি

November 16, 2024

তারিক হোসেন

87
View

 নিশি রাতের চান্দের বাতি

তুই যে আমার নিশি রাতের, চান্দের ও বাতি;
শত সাধনায় করেছি তোরে, আমার প্রিয় সাথী।২

তুই হাসলে আলো ঝরে, আমার ভাঙ্গা ঘরে; 
আমার ঘরে সুখের বন্যা, তোর হাতটি ধরে।।২
আমার বাগানে ফুল ফুটে, তোর চোখের ও ইশারায়;
ফুল যে আবার ঝরে পড়ে, তোর বুকের ও বেদনায়।২ঐ

আমার ঘরে সুরের আবেশ, তোর কথাতেই আসে।
তোর মুখের ওই আলো ছায়া, অন্ধকারে হাসে।২
তুই যে আমার সকাল বেলার, সূর্য ওঠা ভোর;
তোর ছোঁয়াতেই রঙ্গিন হই, আমি জীবন ভর।২ঐ

তুই যে আমার মধ্য দুপুরে পদ্ম পুকুরে, স্নান করার সুখ;
হাজার ও মুখের চেয়ে প্রিয় সখি, তোর মায়াবী মুখ।২
আমার সুখের সকল চাবি, রেখেছি তোর হাতে; 
তোর জীবনের সকল ভার, নিয়েছি আমি কাঁধে।২ঐ

Comments

    Please login to post comment. Login