Posts

কবিতা

গীতি কবিতা ০১১৬: তুমি আমি আর কেউ নাই

November 17, 2024

তারিক হোসেন

  তুমি আমি আর কেউ নাই

এমন জীবন আমি তোমাকেই দিতে চাই;
তুমি আমি, আমি তুমি, আর কেউ নাই।২

তুমি আসিলে ধরনীতে, আসিব তোমার সাথে;
থাকিবো সুখে সারা জীবন, শুধু তোমায় সথে।২
আমার সকল আনন্দ বেদনায়, তোমার ছোঁয়া চাই;
আমার মনের সকল প্রেম, তোমায় দিতে চাই। ২ঐ

তুমি হাঁসিবো হাঁসিবো আমি, কাঁদিবো তোমার দুখে;
ক্লান্তিতে রেখো মাথা, আমার কোমল বুকে।২
তোমার সকল কষ্ট আমি, নিয়ে নিতে চাই;
আমার সকল হাসি আমি, তোমায় দিতে চাই।২ঐ

তুমি বাঁচিলে বাঁচিবো আমি, তোমার হাতটি ধরে;
মরিবো দুজনে একই সাথে, মুখটি হাসি করে।২
তোমার হাতে সুখের প্রদীপ, আমি জ্বালাতে চাই; 
তোমায় ছাড়া সুখ যে আমার, কোথাও সখা নাই।২ঐ

Comments

    Please login to post comment. Login