Posts

কবিতা

গীতি কবিতা ০১১৭: দোষ দিও না

November 17, 2024

তারিক হোসেন

78
View

        দোষ দিও না

দোষ দিও না, দোষ দিও না, আমার কোন কাজে; 
তোমার কথা আমার মনে, সারাক্ষণ শুধু বাজে।২

আমি তোমার কথাই ভাবি, শুধু নিশি দিন; 
দুচোখ ভরে দেখি, তোমার ছবি প্রতি ক্ষণ।২
তুমি কেমন করে, আছো জুড়ে, আমার নয়ন মাঝে;
আমার পরানে তোমার সুর, নেশার মতো বাজে।২ঐ

তুমি আমার কত প্রিয়, কত যে আপন; 
তোমার সাথে বেঁধেছি, আমি আমার জীবন। ২
তুমি থাকো আমার বুকে, আমার বুকের মাঝে;
তোমায় নিয়ে স্বপ্ন আঁকি, বলতে পারি না লাজে।২ঐ

তোমার প্রেমে অন্ধ হয়েছি, অন্ধ হয়েছে মন; 
তোমায় ছাড়া কাটে না সখি, আমার কোন দিন।২
তোমায় আমি সাজাই প্রিয়, নতুন নতুন সাজে; 
তোমার ছায়া পরে, আমার সকল কাজে।২ঐ

Comments

    Please login to post comment. Login