Posts

কবিতা

গীতি কবিতা ০১১৮: পূর্ণ হলো আমার শুন্য মন

November 18, 2024

তারিক হোসেন

84
View

  পূর্ণ হলো আমার শুন্য মন

তোমায় পেয়ে পূর্ণ হলো আমার শুন্য মন;
আলোয় আলোয় ভরে গেল আমার এ জীবন।২
তুমি শূন্যতারে পূর্ণ করেছ, ধন্য করেছ জীবন; 
তুমি শূন্য হৃদয় পুণ্যে ভরেছ, মুক্ত করেছ মন।২ঐ

তোমার কাছে যাহাই পাই, আপন করে নেই;
বিন্দু বিন্দু ভালবাসায়, সিন্ধু গড়ে দেই।২
চলার পথে তুমি আমায়, যাহাই কর দান;
আমার কাছে তাহাই এখন অমৃত সমান।২ঐ

তোমায় নিয়ে হাজার বছর, আমি পথ চলিবো;
ভালোবেসে মনের কথা, তোমায় আমি বলিবো।২
তুমি আমার শত জনমের শত সাধনার ধন; 
শত জনম পরে পেয়েছি তোমার প্রিয় মন।২ঐ

Comments

    Please login to post comment. Login