Posts

কবিতা

গীতি কবিতা ০১১৯: ইচ্ছা পূরণ করে নাও

November 18, 2024

তারিক হোসেন

63
View

    ইচ্ছা পূরণ করে নাও

যদি ইচ্ছা করে হাঁসিতে তোমার, প্রান খুলে হাস;
যদি ইচ্ছা করে ভালোবাসিতে, ভালো তুমি বাস।২
যদি ইচ্ছা করে আপন হতে, আপন তুমি হও;
মনের মাঝের সকল ইচ্ছা, পূরণ করে নাও।২ঐ

যদি ইচ্ছা করে হাওয়ায় ভাসতে, হাওয়ায় তুমি ভাস;
যদি ইচ্ছা করে কাছে আসতে, কাছে তুমি আস।২
যদি ইচ্ছা করে দূরে যেতে, দূরে তুমি যাও;
মনের মাঝের সকল ইচ্ছা, পূরণ করে নাও।২ঐ

যদি ইচ্ছা করে, নদীর পাড়ে কাশফুলেতে হাস;
যদি ইচ্ছা করে, পাখির সাথে উড়ে তুমি আসো।২
যদি ইচ্ছা করে চপল হতে, চপল তুমি হও;
মনের মাঝের সকল ইচ্ছা, পূরণ করে নাও।২ঐ

যদি ইচ্ছা করে সাজতে তোমার নতুন রূপে সাজ;
যদি ইচ্ছা করে প্রিয় হতে, সখার প্রেমে মজো।২
যদি ইচ্ছা করে, আলতা পায়ে নেচে তুমি যাও;
মনের মাঝের সকল ইচ্ছা, পূরণ করে নাও।২ঐ

Comments

    Please login to post comment. Login