পোস্টস

গল্প

বসন্তের ঝরা পাতা (প্রিমিয়াম)

১৮ নভেম্বর ২০২৪

মাহমুদুর রহমান

রাত ১১:২৫। সিএনজি টা মাত্র কমলাপুর রেল স্টেশনে এসে থামলো। সিএনজির ভেতর থেকে তাড়াহুড়ো করে নেমে আসল মুহিব। লম্বাই ৫ ফুট ৮ হবে, মাঝারি ওজনের শরীর, টি শার্ট ও জিন্সপ্যান্ট পরা। গালে হালকা চাপ দাড়ি। জিনিসপত্র বের করে ভাড়া টা কোন মত দিয়ে দৌড় শুর করলো ট্রেনের দিকে। ট্রেন ১১:২৫ এ ছিল। এখন ও আছে কিনা জানে না। কিন্তু জিনিস পত্রের কারণে ভাল ভাবে দৌড়াতে পারছে না। স্টেশনে মাত্র একটা ট্রেনই দাঁড়িয়ে আছে তা ঢাকা থেকে চট্রগ্রাম যাওয়া তুর্না এক্সপ্রেস কি না বুঝা যাচ্ছে না।



প্ল্যাটফর্মের একজন গার্ড কে দেখে মুহিব জিজ্ঞাসা করল ট্রেন সর্ম্পকে। গার্ড বললো এটা তুর্না এক্সপ্রেস একটু দেরিতে এসেছে তাই দেরিতে ছাড়বে। তাড়াতাড়ি করে নিজের বগি খুঁজে উঠে পরল মুহিব। ট্রেনের ভেতরে যাত্রীরা এখন ঠিকঠাক করে বসেনি। কেউ মালামাল গোচাছে, কেউ সিট ঠিক করছে, কেউ সেলফি তুলছে। অনেক খোঁজাখুজি করে সিট খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো।

সিটে বসার আগে তার সাথে থাকা মালপত্র গুলো মাথার উপরে থাকা বক্স এ রেখে দিলো মুহিব। তারপর সিটে বসে খুব আরাম অনুভব করছে সে। মাথা উঠিয়ে আশেপাশের সিটের লোকজন দেখে নিলো। সব ফুল হয়েগেছে কিন্তু তার পাশের সিটা খালি এখনো কেউ আসেনি।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।