Posts

কবিতা

গীতি কবিতা ০১২০: আমার স্বপ্ন আমার প্রাণ

November 18, 2024

তারিক হোসেন

63
View

     আমার স্বপ্ন আমার প্রাণ

আমার স্বপ্ন আমার প্রাণ, করেছি তোমায় দান;
তুমি করো না কভু অবহেলা, রেখ অম্লান।২

তুমি সুখে থেকো, সুখে রেখো, ধরে রেখো আমায়;
আমার স্বপ্নে রং মিশাতে, দিয়েছি শুধু তোমায়।২
তুমি রং মিশাও, তুমি রঙে ভাসাও ,কর তুমি আলিঙ্গন;
তোমার হাতেই সুখের ছোঁয়া, চাই যে আমি আমরন।২ঐ

তুমি স্বপ্ন দেখাও, স্বপ্ন শিখাও, শিখাও ভালোবাসা; 
জীবন চলার পরতে পরতে, দিয়েছো সুখের আশা।২
বেলা শেষে, তোমার পাশে, চাই সুখের ভূবন।
তোমার বুকে মাথা রেখে, চাই সুখের মরণ।২ঐ

Comments

    Please login to post comment. Login