Posts

কবিতা

গীতি কবিতা ০১২১: তোমারে দেখিতে মনে চায়

November 19, 2024

তারিক হোসেন

41
View

     তোমারে দেখিতে মনে চায়

তোমারে দেখিতে মনে চায় সখি, চোখে চোখ রাখিয়া;
তোমারে পেতে মনে চায় সখি, অনেক আপন করিয়া।২
তুমি কাছে আসো, চোখে চোখ রাখো;২
ভালোবাসিতে দাও মোরে, পরান ভরিয়া।ঐ

তোমারে রাখিতে মনে চায় সখি, অনেক যতন করিয়া;
তোমারে হাসাতে মনে চায় সখি, সারাটা দিন ধরিয়া।২
তুমি কাছে আসো, চোখে চোখ রাখো;২
আপন করিতে দাও মোরে, জীবন ভরিয়া।ঐ

তোমারে রাখিতে মনে চায় সখি, পুতুলের মত সাজিয়া;
তোমারে রাখিতে মনে চায় সখি, রানীর মত করিয়া।২
তুমি কাছে আসো, চোখে চোখ রাখো;২
সাজাতের দাও মোরে, মনের মত করিয়া।ঐ

Comments

    Please login to post comment. Login