Posts

গল্প

নামহীন দানব (Premium)

November 20, 2024

Wrs Wasimul Rahat

Original Author Franz Bonaparta

Translated by Wasimul

অনেক দূরের এক দেশে একবার এক নামহীন দানব বাস করত।
দানবটি মরিয়া হয়ে একটি নাম পেতে চেয়েছিল।
তাই সে সিদ্ধান্ত নিল, একটি নাম খুঁজে বের করতে যাত্রা শুরু করবে।
কিন্তু পৃথিবী ছিল এতই বিশাল যে দানবটি নিজেকে দুই ভাগে ভাগ করে নিল।
একজন পূর্ব দিকে যাত্রা করল, আর অন্যজন পশ্চিম দিকে।

দানবটির এই নাম খোঁজার যাত্রায় সে বিভিন্ন মানুষের ভেতরে প্রবেশ করে তাদের নাম গ্রহণ করার চেষ্টা করে।
কিন্তু তার ক্ষুধা এতই অসীম যে প্রতিবারই সে সেই নামধারী মানুষদের খেয়ে ফেলে এবং আবারও নামহীন দানব হয়ে যায়।

শেষ পর্যন্ত, দানবটি এমন এক সত্যের মুখোমুখি হয় যা তার যাত্রার উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login