লাগে অনেক ভালো
আজ তুমি আপন হয়েছ, বেসেছ আমায় ভালো;
আমার মনে জ্বেলেছ তুমি, তোমার চাঁদে আলো।২
তোমার পরশে আমার মনে, জেগেছে সুখের আলো;
তোমার সকল কিছুই আমার, লাগে অনেক ভালো।২ঐ
তোমার সাথের সময়টুকু, ভীষণ ভালো লাগে;
তুমি চলে গেলে সখি, ভীষণ খারাপ লাগে।২
তোমার সকল কথাই আমার, লাগে অনেক ভালো;
তুমি আপন মনে মনের কথা, আমার কাছে বল।২ঐ
তোমার মুখের হাসি আমার, লাগে অনেক ভালো;
তুমি বাঁধনহারা হাসি সখি, আমার সাথে হাস।২
তোমার মিষ্টি মধুর দুষ্টুমিতে, লাগে অনেক ভালো;
তুমি মিষ্টি করে খুনসুটিতে, আমার সাথে থাকো।২ঐ