তুমি আমার শুধু আমার
তুমি আমার শুধু আমার, তুমি আর কারো না;
কত ভালোবাসি, কি যে ভালবাসি, তুমি জানো না।২
তুমি দূরে গেলে, কাছে না পেলে, বড় কষ্ট কষ্ট লাগে;
দুচোখ ভরে তোমায় দেখিতে, শুধু ইচ্ছা আমার জাগে।২
তুমি যেও না, যেও না, কভু দূরে দূরে;
তুমি আছ আমার মনের পুরোটা জুড়ে, তুমি জানো না।২ঐ
তোমার কথা আমার কানে, বড়ো মধুর লাগে;
বারে বারে শুনিতে, বড়ো ইচ্ছা আমার জাগে।২
আমি কান পেতে শুনি, শুধু কান পেতে শুনি;
মম হৃদয়ে বাজে তোমার মধুর ধ্বনি, তুমি জানো না।২ঐ
তোমার মুখের চাঁদের হাসি, বড়ো সুন্দর লাগে;
বারে বারে দেখিতে, বড় ইচ্ছা আমার জাগে।২
আমি চেয়ে থাকি, অপলক চেয়ে থাকি;
মনের মাঝে তোমার হাসি আঁকি, তুমি জানো না।২ঐ
তোমার হাতের কোমল ছোঁয়া, বড় ভালো লাগে;
বারে বারে কাছে পেতে, বড় ইচ্ছা আমার জাগে।২
মনের অজান্তেই আমি, তোমায় ছুঁয়ে দেই;
মনের মাঝে তোমার পরশ টুকু নেই, তুমি জানো না।২ঐ