বন্ধু করে নিয়েছো আমায়
বন্ধু করে নিয়েছো আমায়, ধন্য করেছো তুমি;
তোমায় প্রিয় জনম জনম, ভালোবাসিবো আমি।২
তোমার গলায় ফুলের মালা, দিব শুধু আমি;
আমার ঘরে ফুলের সুবাস, ছড়িয়ে দিও তুমি।
তোমার প্রেমে সুখের স্বর্গ,
গড়ে দিব আমি, গড়ে দিব আমি।২ঐ
তোমার হাতে হাত রাখিবো, শুধুই প্রিয় আমি;
আমার হাতে হাত রাখিবে, শুধুই প্রিয় তুমি। ২
আমি পারিনা, পারিনা মেনে নিতে প্রিয়,
অন্য কারো সাথে তুমি।২ঐ
তোমার মনের সুখের কারণ, শুধুই হবো আমি;
আমার মনের সুখের কারণ, শুধুই হবে তুমি।২
আমি পারিনা, পারিনা মেনে নিতে প্রিয়,
অন্য কারো সুখের কারণ তুমি।২ঐ
তোমার মুখে চাঁদের হাসি, ফোটাবো শুধু আমি;
আমার বুকে চাঁদের হাসি, ফোটাবে শুধু তুমি।২
আমি পারিনা, পারিনা মেনে নিতে প্রিয়,
অন্য কারো হাসির কারণ তুমি।২ঐ