আমাকেও সাথে নিয়ে যাও
যদি চোখের আড়াল হও, আমাকে ও সাথে নিয়ে যাও।
যদি দূরে চলে যাও, আমাকে ও সাথে নিয়ে যাও।২
যদি কোন দিন ফেলে যাও মোরে;
মরণ এসে মোরে নিয়ে যাবে দূরে।২ঐ
জীবন আমার তোমার ছোঁয়ায়, হয়েছে আজ পূর্ণ;
তোমার আপন হতে পেরে, হয়েছি আমি ধন্য।২
আমি তোমাকে ছাড়া একদিন ও থাকতে পারি না;
তোমাকে ছাড়া একদিন ও বাঁচাতে পারি না।২ঐ
জীবন আমার তোমার ছোঁয়ায়, পেয়েছে সুখের ছন্দ;
তোমার সাথে পেয়েছি আমি, আমার সকল আনন্দ।২
আমি তোমাকে ছাড়া, একটুও হাসতে পারি না;
তোমাকে ছাড়া, এ জীবন ভাবতে পারি না।২ঐ