Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
গল্প
November 23, 2024
রহস্যময়ী অচেনা কবি
এই কাহিনী বহু বছর আগের ঘটনা, বহু বহু বছর আগে ছিল সাত পৃথিবীর এর ভিতরে সবার উপরে পরী লোক এবং সবার নিচের রাক্ষস লোক এর এক প্রেম কাহিনী । তাদের অভিশাপের কাহিনী। এটা একটি প্রতিশোধের কাহিনী।
বহু যুগ আগে পরী লোকে একটি রাজকুমারী ছিল । সে ছিল সবার পছন্দ রাজকুমারী আমাদের নায়িকা। তার নাম বেলা। বেলা পরীদের রাজকন্যা সে একা ছিল তার কোনো ভাই-বোন দিলো না। সে খুব সাজতে পছন্দ করত সে বেশি পছন্দ করত নুপুর পড়তে। কারণ যে নিত্য করতে খুব পছন্দ করত। এজন্য তার যে নুপুরগুলোতে শব্দ অতিরিক্ত হতো সেই নূপুর গুলো সে খুব পছন্দ করত। আর এদিকে আমাদের নায়ক ছিল এক রাক্ষস।তার নাম আগুন। আগুন ছিল একজন হিংস্র রাক্ষস। আর কোন মায়া দয়া ছিল না। সামান্য কোন ভুল করলে সে তার রাজ্যের লোকজনদের মেরে ফেলত। আগুনের মনে কোন মায়া দয়া ছিল না এমন কিসে তার নিজের ভাইকেও মেরে ফেলেছিল। আগুন ছিল রাক্ষসদের রাজা। আগুনের সাথে আগুনের বাবা সম্পর্ক কতটা ভালো ছিল না। তাই তাদের সাথে সেই রকম কথা ছিল না তারা একে অপরের সাথে না পারতে কথা বলত না। এমনকি আগুনকে আগুনের বাবা ও ভয় পেত। আর আগুন তার নিজের কথাই শুধু ভাবতো। রাক্ষস না পরীদের শিকার করতো বেশি। কারণ পরীদের রক্ত খেয়ে ওরা আরও শক্তিশালী হয়ে যায়। তাই রাক্ষস পরী পেলে ছাড়তো না। তাই এই দুই পৃথিবী ভিতরে ছিল প্রতিশোধ তাছাড়া কিছু নয়। এর জন্য পড়ি লোকের পৃথিবীর মানুষগুলো তাদের একমাত্র রাজকন্যা বেলা কে লুকিয়ে রাখতো। কেননা পড়ি না অনেক দুর্বল ছিল রাক্ষসদের চেয়েও। এদিকে আমাদের নায়িকা রাজকুমারীর ২১ বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু আজ পর্যন্ত বেলা কে পরীর লোকের লোকজন ছাড়া বাইরের কেউ দেখেনি। এই খবর আবার রাক্ষস রাজ্যের লোকজনের কানে গিয়েছিল। আগুনের ভাইদের বেলা কে দেখার শখ হল। কিন্তু তারা জানতো যে তারা বেলা কে দেখতে পারবে না কেননা বেলা কে অনেক সুরক্ষা করে রাখা হয়েছে সুরক্ষা কবচের মাধ্যমে। তাই তারা বুদ্ধি করলো যে আগুনের মাধ্যমে বেলা কে দেখবে এবং বেলা কে মেরে তার রক্ত খাবে। তাই আগুনের ভায়েরা আগুনকে বললো তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পুরী রাজ্যের রাজকন্যাকে ধরে এনে দেখাও। তাহলে বুঝবো তুমি রাক্ষস রাজ্যের রাজা হওয়ার উপযুক্ত তোমাকে আমরা রাজা মানবো। নয় তো তুমি তোমার রাজ সিংহাসন আমাদেরকে দিয়ে দেবে। এই কথা শুনে আগুন পুরোই আগুন ............
চলবে..............
🙂আপনাদের Support পেলে💯
পরীলোক ও রাক্ষস লোকের ভালোবাসার গল্প ও ঘৃণা এবং পূর্ণজন্ম এই গল্পটি পরের পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে 💯