Posts

কবিতা

লোকগীতি ০১২৬: তোমারে দেখিতে মনো চায়

November 23, 2024

তারিক হোসেন

  তোমারে দেখিতে মনো চায়

       (কথা ও সুর: তারিক হোসেন)

প্রানো বন্ধুরে, তোমারে দেখিতে মনো চায়;
দেখিতে না পাইলে বন্ধু,
দেখিতে না পাইলে বন্ধু, পরান যে আমার যায়।২
তোমার কাছে আসি বন্ধু, তোমায় ভালোবাসি;
নয়ন মাঝে ধরে রাখি,
নয়ন মাঝে ধরে রাখি, তোমার মুখের হাসি।ঐ

চাইলে বন্ধু আসতে পারো, আমার রঙের ঘরে; 
রঙ্গে রঙ্গে ভাসবো মোরা, যাব বহু দূরে।২
তোমার হাতে বাধবো বন্ধু, আমার প্রেমের রাখি; 
চলব মোরা একি সাথে,
চলব মোরা একি সাথে, হাতে হাত রাখি।ঐ

চাইলে বন্ধু বলতে পারো, তোমার মনের কথা; 
দিতে পারো আমায় বন্ধু, তোমার সকল ব্যথা।২
তোমার মুখে ফোটাবো বন্ধু, আমি সুখের হাসি; 
তুমি আমার অনেক প্রিয়,
তুমি আমার অনেক প্রিয়, তোমায় ভালোবাসি।ঐ

চাইলে বন্ধু দিতে পারো, আমার গলায় মালা; 
তোমার সাথে চলবো আমি, আমার পথ চলা।২
তোমার সকল সুখে-দুখে, সাথে রব আমি;
সারা জীবন আগলে ধরে,
সারা জীবন আগলে ধরে, আমায় রেখো তুমি।ঐ

Comments

    Please login to post comment. Login