Posts

কবিতা

লোকগীতি ০১২৭: ছাড়িয়া যাইও নারে বন্ধু

November 23, 2024

তারিক হোসেন

97
View

   ছাড়িয়া যাইও নারে বন্ধু

ছাড়িয়া যাইও নারে বন্ধু, ছাড়িয়া যাইও না; 
আমার মত আপন মানুষ, আর পাইবা না।২
(আমার মত ভালা মানুষ আর পাইবা না।)
আমার মত ভালো তোমায়, কে বেসেছে কবে;
তোমার প্রেমের মূল্য আমার, সারা জীবন রবে।২ঐ

তোমার মুখে হাসি ফোটাতে, চেয়েছি জীবন ভর;
আমায় তুমি পর করো না, ওদের করো পর।২
তোমার ঘরে ফুল ফোটাতে, আমি বন্ধু চাই;
যদি তোমার জীবন ভার, আমি বন্ধু পাই।২ঐ

যে সুখের লাগিয়া বন্ধু, আমায় করেছ পর;
সে সুখ রবে না বন্ধু, সারা জীবন ভর।২
যার গলাতে দিবা বন্ধু, তোমার প্রেমে মালা;
সে কি তোমায় বুঝতে পারে, আমার চেয়ে ভালা।২ঐ

তোমার জন্য জীবন দিতে, যেজনাতে পারে?
তোমার ফুলের মালা বন্ধু, শুধুই দিও তারে।২
হাসিতে চাইলে হেস বন্ধু, তার পানেতে চেয়ে;
সুখে দুঃখে থেক বন্ধু, তার ঘরেতে যেয়ে।২ঐ

Comments

    Please login to post comment. Login