উইড়া যায়রে পরান পাখি
উইড়া যায়রে পরান পাখি, উইড়া চইলা যায়;
এত ডাকি পাখি আমার, ফিরা নাহি চায়।২
পাখির শোকে এখন আমি, চোখের জলে ভাসি;
আমার মুখের সকল হাসি, লইয়া গেছে পাখি।২ঐ
পাখি আমার বুকের মাঝে, করত হাসাহাসি;
সকাল দুপুর বিকেল বেলা, কত ডাকাডাকি।২
এখন পাখি ডাকে নারে, আমার বুকের মাঝে;
বুকটা এখন শুধুই আমার, ফাঁকা পড়ে থাকে।২ঐ
পাখি আমারে জীবন মরণ, পাখি আমার আশা;
পাখির সাথে ছিল আমার, গভীর ভালোবাসা।২
এখন পাখি চইলা গেছে, আমায় একা ফেলে;
পাখির সাথের স্মৃতি গুলি, দুচোখে শুধু মেলে।২ঐ
পাখি আমায় বলেছিল, হবো নাকো পর;
সুখে দুখে বাধবো মোরা, একই সাথে ঘর। ২
এখন পাখি ঘর বেঁধেছে, দূরের কোন নীড়ে;
পাখির সাথে হয়না দেখা, বাঁচি কেমন করে।২ঐ