মাঝ রাত্তিরে মাঝ আকাশে
চাঁদটি উঠেছে,
পাশে বসে আলোক তারা
ঝলক দিতেছে।
একা দোকা তিনকা তারা
মধ্যি চাঁদ মামা,
আসন পেতে খুকু মণি
গুনছে আ আ মা।
তাইনা দেখে খুকুর কাছে
আসে চাঁদ তারা,
সারা রাত্তি খেলা করে
নিয়ে চাঁদের পাড়া।
মাঝ রাত্তিরে মাঝ আকাশে
চাঁদটি উঠেছে,
পাশে বসে আলোক তারা
ঝলক দিতেছে।
একা দোকা তিনকা তারা
মধ্যি চাঁদ মামা,
আসন পেতে খুকু মণি
গুনছে আ আ মা।
তাইনা দেখে খুকুর কাছে
আসে চাঁদ তারা,
সারা রাত্তি খেলা করে
নিয়ে চাঁদের পাড়া।