Posts

কবিতা

লোকগীতি ০১৩০: প্রেম ছিল না

November 24, 2024

তারিক হোসেন

87
View

      প্রেম ছিল না

এতো করে ডাকলাম তোমায়,২ সাড়া দিলা না;
তোমার সাথে আমার বন্ধু, প্রেম ছিল না।
প্রেম ছিল না রে বন্ধু, প্রেম ছিল না।
তোমার সাথে আমার বন্ধু, প্রেম ছিল না।২
তুমি আইছো বন্ধু বসছো কাছে,২ মনে ছিল কি; 
তোমার মনের কথা আমি, বুঝতে পারি নি।২ঐ

আমি বন্ধু তোমার সাথে, করছি ভালোবাসা; 
তোমার কাছে আমার বন্ধু, ছিল কত আশা।২
আমার চোখে ফাকি দিয়া,২ আপন হইলা না; 
কথা দিয়া কথা বন্ধু, তুমি রাখলা না।২ঐ

তোমার মনে ছিল বন্ধু, শুধুই বাসনা; 
আমার হাত ধরে তুমি, মেটাতে কামনা।২
মন দিয়া আমায় বন্ধু,২  ভালোবাসিলা না;
আমার প্রেমের মূল্য তুমি, দিতে পারলা না।২ঐ

তোমার দুষ্ট চোখের ভাষা বন্ধু, বুঝতে পারিনি;
তাইতো বন্ধু তোমায় আমি, পর ভাবিনি।২
তুমি দুর্বলতার সুযোগ নিয়া,২ আপন হইলা না।
আমার তুমি জীবনসঙ্গী, হতে পারলা না।২ঐ

Comments

    Please login to post comment. Login