Posts

কবিতা

লোকগীতি ০১৩১: কি হাসি দিলা তুমি

November 24, 2024

তারিক হোসেন

145
View

     কি হাসি দিলা তুমি

কি হাসি দিলা তুমি, কি হাসি দিলা;
মনের মঝে এখন শুধু, চলছে প্রেমের খেলা।২

না দেখলে তোমার হাসি, অন্তর জ্বালা করে;
তোমার হাসি আমার বুকে, ফুলের মত ঝরে। ২
কি সুখ দিলা তুমি, কি সুখ দিলা; 
অনুভবে এখন শুধু, তোমায় দেখি বালা।২ঐ

তোমায় দেখি, তোমায় ভাবি, তোমার সাথে থাকি; 
তোমার সাথের স্মৃতিগুলো, মনে ধরে রাখি।২
কি মায়ায় বাঁধলা তুমি, কি মায়ায় বাঁধলা।
বুকের মাঝে এখন শুধু, বাড়ছে প্রেমের জ্বালা।২ঐ

তোমার কথা আমার কানে, মধুর মত লাগে; 
তোমার মুখের কথা গুলো, মনের মাঝে থাকে।২
কি কথা বললা তুমি, কি কথা বললা; 
কানের মাঝে এখন শুধু, চলছে সুরের খেলা।২ঐ

তোমার প্রেমে আমি বন্ধু, ডুবছি বারে বারে;
তাইতো বন্ধু তোমায় দেখি, আমি আড়ে আড়ে।২
কি প্রেম দিলা তুমি, কি প্রেম দিলা; 
তোমার প্রেমে এখন আমি, হয়েছি উতলা।২ঐ

Comments

    Please login to post comment. Login