Posts

কবিতা

লোকগীতি ০১৩২: ভালোবাসলা না

November 24, 2024

তারিক হোসেন

53
View

      ভালোবাসলা না

আসলা না রে আসলা না, আমার পাশে বসলা না;
মনের মতো আমায় বন্ধু, ভালো বাসলা না।২

আমারও তো ইচ্ছা করে, তোমার কাছে আসি;
মনের মত তোমায় বন্ধু, ভালো আমি বাসি।২
আসতে পারি না রে বন্ধু, আসতে পারি না; 
মনের মত তোমায় ভালো, বাসতে পারি না। ২ঐ

আমারও তো ইচ্ছে করে, তোমার সাথে ঘুরি; 
রঙ্গিন পাখায় তোমার সাথে, পাখির মতো উড়ি।২
আসতে পারি না রে বন্ধু, আসতে পারি না; 
মনের মত তোমার সাথে, ঘুরতে পারি না।২ঐ

আমারও তো ইচ্ছা করে, তোমার রং মাখি;
রঙে রঙে মন আমার, রঙ্গিন করে রাখি।২
আসতে পারি না রে বন্ধু, আসতে পারি না; 
তোমার রং আমার মনে, মাখতে পারি না।২ঐ

তুমি ভুল বুঝ না, বন্ধু ভুল বুঝ না;
তোমায় ছাড়া অন্য কাউরে, ভাবতে পারি না।২
সময় হলে তোমায় বন্ধু, আমি ছাড়বো না। 
তোমার চেয়ে ভালো আমি, কম বাসবো না।২ঐ

Comments

    Please login to post comment. Login