অভাগা
সময় হলো না রে সখি, সময় হলো না;
অভাগার জন্য তোমার, সময় হলো না।২
আসি বলে গেলা সখি, ফিরে আসলা না;
ভালোবেসে সখি মোরে, আপন করলা না।২ঐ
অভাগা আজ সখির জন্য, কান্দে কান্দে বলে;
কত স্বপ্ন বলেছিল, কত কথার ছলে।২
স্বপ্ন আজ স্বপ্নই রইলো, ধরা হলো না;
সখি আমার চলে গেল, ফিরা আইলো না।২ঐ
অভাগা আজ বড়ই পাষাণ, একটু ভালো নাই;
সবাইকে বলে শুধু, প্রেম বলে কিছু নাই।২
সখি বলে প্রেম পিরিতি ভীমরতি, মনে রাখলে চলে না।
অভাগা চেয়ে সখি তুমি, একটুও ভালো না।২ঐ
অভাগা আজ সখির জন্য, সেই খানেতে থাকে;
যেই খানেতে শেষ বিদায়, দিয়েছিল তাকে।২
সখি আজ মহা সুখে, অনেক বড় স্বামী।
অভাগা ছিল না কভু, সখির কাছে দামি।২ঐ