পরান ভরে না
পরান ভরে না রে বন্ধু, পরান ভরে না;
তোমারে পাওয়ার সাধ, আমার মিটে না।২
যত দেখি তোমায় বন্ধু, আরো দেখতে চাই;
একটু পরেই মনে হয়, তোমায় দেখি নাই। ২ঐ
তোমার পাশে বসলে বন্ধু, সময় কখন যায়;
বুঝতে পারি না, মনের কথা অমনি রয়ে যায়। ২
আরো বেশি সময় ধরে, থাকার ইচ্ছা হয়;
মনের কথা তোমার সাথে, বলতে ইচ্ছে হয়। ২ঐ
তোমার কথা ভাবলে বন্ধু, সময় চলে যায়;
বুঝতে পারি না, মনের ভাবনা মনেই রয়ে যায়।২
ইচ্ছা করে তোমায় নিয়ে, বারে বারে ভাবি;
মন বলে এর চেয়ে সুখ, কোথায় তুই পাবি।২ঐ
তোমার হাতে রাখলে হাত, মন যে পাগল হয়;
শিরায় শিরায় তখন বন্ধু, মধুর ছোঁয়া বায়।২
ইচ্ছা করে শক্ত করে, হাতটি ধরে রাখি;
ছাড়িয়া দিলে বুকটা সখি, হয় যে আমার খালি।২ঐ