আমি তো খুঁজে পেয়েছি
তোমার কোঁকড়া বাগানের কোলাহল
আমাকে বিহ্বল করে খাঁটি ঘ্রাণের সুর
খোলা জানলার ওপারে যে সবুজ দিগন্ত
একমুখী আমার যাত্রা—তোমার দীঘল চোখ
কিংবা চুলের স্মৃতির দিকে
এতোটা অত্যাচারী স্বপ্ন—ঘুম ভাঙিয়ে দেয়
মারমেইডের মতো—ভাসা ভাসা
ঘুমের সমুদ্র ঠেলে জেগে ওঠো—গজদন্তিনী
আচ্ছা, তুমি কি শোনো শোক,
বেহালার হাহাকার?
তবে অকারণ নিষেধাজ্ঞায়
নিরর্থ কোশেশ কেন তাড়ানোর?
আমার গন্তব্য তো স্থির
ফিরতি যাত্রাও তাই একমুখী—রাই